Reported By : Masud Rana
১৮ ই মার্চ , শনিবার , বহরমপুরের সার্কিট হাউসে এসে উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুইজন আধিকারিক। তারমধ্য ডক্টর মিনাক্ষী ওড্ডা জানালেন, মুর্শিদাবাদ ঘুরে দেখবেন তার পাশাপাশি গ্রামীন উন্নয়নের কাজ খতিয়ে দেখবেন। কোন কোন এলাকায় ঘুরে দেখবেন সে বিষয় কিছু জানাননি তিনি।