Reported By : Masud Rana
১৯ শে মার্চ , রবিবার , সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর এলাকায় মাঠের মধ্যে সকেট বোমা উদ্ধার। একটি নাইলন ব্যাগের মধ্যে বোমা রাখা ছিল। গতকাল শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা ওই বোমার ব্যাগ দেখতে পায়। তারপর সারারাত সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন জায়গা ঘিরে রাখে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সময়ে অসময়ে মাঠে কাজে যায় সাধারণ মানুষ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ বোম্ব ডিসপোজাল টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। মোট চারখানা তাজা সকেট বোমা উদ্ধার হয়। কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলো রেখেছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন। তিন দিন আগেই এই একই গ্রামে বাড়ির পিছনে পুকুরের একটি ঝোপের মধ্যে চারটি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছিল। তারপর আজকেও বোমা উদ্ধার হয়।