Skip to content
অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছে রাতভর

অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছে রাতভর

Reported By:- Binoy Roy

স্থানীয় বাসিন্দারা বারণ করতে গেলে অসভ্য আচরণ করে প্রমোটার। অবশেষে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত প্রমোটার সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি একাধিক ট্রাক্টরও আটক করে পুলিশ। বহরমপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় শনিবার রাতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- গত দিন কয়েক আগে থেকে ওই এলাকায় একটি পুকুর ভরাটের কাজ চলছে রাতের অন্ধকারে অবৈধভাবে। যার কারণে- রাতভর বিকট শব্দে নাজেহাল অবস্থা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা প্রমোটারকে অভিযোগ জানাতে গেলে এলাকাবাসীদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন মদ্যপ অবস্থায় অভিযুক্ত প্রমোটার। অবশেষে সমস্যার সমাধান চেয়ে স্থানীয় ক্লাবের দ্বারস্থ হন এলাকাবাসীরা। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত প্রমোটার সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিক ট্রাক্টরও আটক করেছে বহরমপুর থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!