Reported By : Masud Rana
১৯ শে মার্চ , রবিবার , ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আবদুল আলিম বিশ্বাস বাপি জন্মদিন উপলক্ষে এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের মধ্যে উপহার তুলে দিল। ডোমকল মহকুমা এলাকা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এই বিশিষ্ট সমাজসেবীকে। আজ জন্ম দিবসে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার যুবকদের উন্মাদনা চোখে পড়ার মতো। তাকে শুভেচ্ছা বার্তা জানাতে সাধারণ মানুষের ভিড়, ভিড় করেছে শত শত যুবকরা। আজ এই জন্মদিন উপলক্ষে, প্রতিবন্ধী থেকে শুরু করে দুঃস্থদের হাতে উপহার সামগ্রী তুলেদেন বিশিষ্ট সমাজসেবী আবদুল আলিম বিশ্বাস বাপি। এই উপহার পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত এলাকার গরিব মানুষজন সাধুবাদ জানিয়েছেন অনেকেই।