Reported By : Binay Roy
19 শে মার্চ, রবিবার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ নিয়ে ভার্চুয়াল সভার আয়োজন করলেন। উক্ত আলোচনা সভায় সকল এম.এল.এ.গন ও এম.পি. গণ উপস্থিত ছিলেন। মুশিদাবাদ ইউনিটের সভানেত্রী তথা প্রাক্তন এম.এল.এ. শাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ ইউনাইটেড চেয়ারম্যান তথা এম.পি. আবু তাহের খান, জঙ্গিপুর মুর্শিদাবাদ ইউনাইটেড সভাপতি তথা এম.পি খলিলুর রহমান উক্ত এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনায সভায় উপস্থিত ছিলেন। রবিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হ'ল বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের কনফারেন্স হলে।