এই বিষয়ে মন্ত্রী সভার সদস্য- সদস্যা ও ছাত্রছাত্রীদের সামনে বিদ্যালয়ের শিশুসংসদের প্রধানমন্ত্রী সেখ সামিন ইসলাম বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন জানুয়ারি মাস থেকে বিদ্যালয়ে যে , দুই দিন অতিরিক্ত ডিম ও ফল খাওয়ানো হচ্ছে, তা তোমাদের কেমন লাগছে? সভায় সকল মন্ত্রীসহ, সকল উপস্থিত ছাত্র-ছাত্রীরা সকলেই বলে দারুণ ভালো লাগছে। আমরা এই অতিরিক্ত খাদ্যদ্রবাদী পেয়ে ভীষণভাবে উপকৃত হচ্ছি। সভায় শিশুসংসদের অধ্যক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত অরুণ কুমার পাত্র বলেন মধ্যাহ্ন কালীন আহারে সপ্তাহে অতিরিক্ত দুইদিন ডিম ও বিভিন্ন ধরনের ফল পেয়ে ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে আনন্দিত। অভিভাবকরা সরকারের এই সুন্দর সহযোগিতার প্রশংসা করছেন।