Reported By : Binay Roy
২০ শে মার্চ, সোমবার, বহরমপুর বিজেপি কার্যালয়ে আজ বেলা ২ ঘটিকায় সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সভাপতি মাননীয় শাখারভ সরকার মহাশয়। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি জানান, তৃণমূল কংগ্রেস কংগ্রেসের হাত ধরে বাংলায় আসে। এর ফলে আপামর জনসাধারণ আনন্দিত হয় কারণ এর আগে পশ্চিমবাংলায় কখনো কেন্দ্র এবং রাজ্যে একই সরকার আসেনি। যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হাফ ডজন মন্ত্রী আর রাজ্যেও যেখানে এই বহরমপুর শহরের বিধায়ক মমতা ব্যানার্জির মন্ত্রীসভার মন্ত্রী কিন্তু সেখানে এখন তারা দুজনাই বিতর্কের মধ্যে পড়েছে যে কে বিজেপির দালাল আর কে বিজেপির শত্রু। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অধীর বাবু বিজেপির দালাল RSS এর দালাল।
এরপর শাখারভবাবু আরো বলেন, মমতা ব্যানার্জি যাদের হাত ধরে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তাদেরকে এখন পুরস্কৃত করবার জন্য এবং বিজেপির ভোটব্যাঙ্ককে বিভক্ত করবার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে উপহার দিয়েছেন একটা। আর এই ঘটনায় অবাক সকলেই। কারণ যে অধীরবাবুকে দুমাস আগেও খুঁজে পাওয়া যাচ্ছিল না যার জন্য পোস্টার পড়েছিল সেই জায়গায় আজ অধীরবাবুকে নিয়ে এত নাচানাচি মাতামাতি। এরপর অধীরবাবুকে কটাক্ষ করে বলেন, অধীর বাবু একটা অচল পয়সায় রূপান্তরিত হয়ে গেছেন। তার গোটা রাজনৈতিক জীবন সেটিংস ফিটিংস আর চিটিং করতে করতেই কেটে গেছে।