Skip to content
“অঞ্জলি অরোরা” ঘাম ঝরালেন পুরুষ ভক্তদের !

“অঞ্জলি অরোরা” ঘাম ঝরালেন পুরুষ ভক্তদের !

Reported By:- Subham Roy

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভাইরাল হয়, কখনো নাচের ভিডিও, কখনো গানের ভিডিও, কখনো শিক্ষামূলক ভিডিও, কখনো দুর্ঘটনাজনিত ভিডিও নানান রকম আনন্দের মুহূর্তের ভিডিও, বিয়ে বাড়ির ভিডিও খাওয়া-দাওয়ার ভিডিও আরো কত কি। বর্তমানে মানুষের হাতে একটা মুঠোফোন থাকলেই মানুষকে আর একা থাকতে দেয় না, কারণ এর মধ্যে থাকা নানান রকম ভিডিও মানুষকে আনন্দ দিতে একেবারে প্রস্তুত। অনেক ঠাকুরমার ঝুলির গল্পের মতই ঝুলিতে গল্পের ভান্ডার কখনোই শেষ হয় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অঞ্জলি আরোরা নামের এক যুবতী, যিনি দুধ সাদা রঙের একটি অসাধারণ সুন্দর পোশাক পরে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছেন। ভিডিওটিতে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ লাইক দিয়েছেন আর অনেক মানুষ কমেন্ট করেছেন। মিডিয়ার মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়, তার প্রমাণ অঞ্জলি অরোরার ‘কাঁচা বাদামে’র সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করেই প্রথম তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে যান। ভিডিওটির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গান চলছে ‘স্বপ্নো কি পরি’, সত্যিই যেন একেবারে স্বপনের পরীর মতো দেখতে লাগছে, অঞ্জলিকে কমেন্ট বক্সে অনেক প্রশংসার পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে, কিন্তু সেই সবকে পাত্তা না দিয়ে সব সময় বোল্ড লুকে ধরা দেন, তিনি আপনি যদি ভিডিওটি দেখতে মিস করে থাকেন অসাধারণ ভিডিওটি-

Leave a Reply

error: Content is protected !!