Skip to content
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো প্রদ্দুত তিওয়ারি নামে এক পোস্ট মাষ্টার

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো প্রদ্দুত তিওয়ারি নামে এক পোস্ট মাষ্টার

Reported By:- Binoy Roy    

ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে। পরিবার সুত্রে জানা যায় এদিন সকালে পোস্ট অফিসে মানুষ আস্তেই দেখে পোস্ট মাষ্টারের ঝুলন্ত মৃত দেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকার গ্রাহকেরা ভিড় করে বিক্ষোভ দেখায়। এবং পোস্টমাস্টারের বাড়ি ঘিরে বিক্ষোভ যতক্ষণ টাকা ফেরত দেওয়া হবে ততক্ষণ মৃতদেহ পড়ে থাকবে বাড়িতে বলে চলছে বিক্ষোভ। গ্রাহকদের অভিযোগ এই সাব পোস্ট অফিস এলাকার সমস্থ সাধারণ মানুষের টাকা সম্পুর্ন আত্মসাৎ করে ভুঁয়ো সহি ও খাতা প্রদান করে বলে অভিযোগ। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ আসে এবং বিক্ষোভ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে।

Leave a Reply

error: Content is protected !!