Reported By : Binay Roy
২৩ শে মার্চ , বৃহস্পতিবার , ২০১৯ সালে কর্ণাটকের কোলামে রাহুল গান্ধীর মন্তব্যের ঘটনায় ২ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ জারি করেছে আদালত । মূলত তারই প্রতিবাদ জানাতে বহরমপুরে মিছিল করা হল জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের অভিযোগ, ভারত জোড়ো যাত্রার পর কংগ্রেসের ভয়ে বিজেপির এই জঘন্য চক্রান্ত।