Skip to content
সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন রাজ্য সরকার রাজ্য পরিচালনায় একেবারেই ব্যর্থ। জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, একটু বৃষ্টিতেই কলকাতা শহর সহ জেলাগুলো জলমগ্ন হয়ে পড়ছে। বর্তমান সরকারের না আছে কোনো পরিকাঠামো না আছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা। রায়গঞ্জে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবরে তিনি জানিয়েছেন রাজ্য সরকারকে বারবার অনুরোধ করা হলেও সরকার পরিযায়ী শ্রমিক দের নিয়ে উপযুক্ত কোন পদক্ষেপ নেয়নি। গঙ্গা ভাঙ্গনে জেলার ভৌগোলিক মানচিত্র পাল্টে যাচ্ছে অথচ রাজ্য সরকারের তরফে কোনো ব্যবস্থাননেওয়া হয়নি। নদী ভাঙ্গন এবং ডেঙ্গুর মতো সমস্যায় রাজ্য সরকার কোন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায় নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য কেন্দ্রের কোনো সাহায্য দাবী করতে অস্বীকার করেছেন বারবার।

Leave a Reply

error: Content is protected !!