Reported by : Binay Roy
২৪ শে মার্চ, শুক্রবার, বহরমপুর পৌরসভায় এদিন সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকান ঘর তৈরি, শহরে পুকুর ভরাট, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা, ট্যাক্সের বোঝা কমানো, প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও নর্দমার সংস্কার সহ মোট ১৭ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। তাদের বক্তব্য, পৌরসভা এলাকায় বসবাসকারী নাগরিকদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তাই এই সমস্ত সমস্যার সমাধানে পৌর পিতার হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরী।