Skip to content
নতুন মা ও সদ্যজাত শিশু দের সাথে ডাক্তার দিবস পালন

নতুন মা ও সদ্যজাত শিশু দের সাথে ডাক্তার দিবস পালন

ডl:বিধান চন্দ্র রায় এর জন্মদিন ও মৃত্যু দিন এবং national doctor’s day উপলক্ষে সালকিয়া কিশোর কুমার কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে একটি তাৎপর্য পূর্ণ পদক্ষেপ গ্রহন করা হয়েছিলো. হাওড়া জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি সমস্ত মহিলা দের কুশল কামনা করে ওনাদের হাতে সামান্য কিছু খাদ্য সামগ্রী, ফল, ডিম, জল ইত্যাদি প্রদান করা হয়. উপস্থিত ছিলেন ওই সংস্থার সমস্ত সদস্য বৃন্দ.

Leave a Reply

error: Content is protected !!