Reported By: Binay Roy
২৫ শে মার্চ , শনিবার , মুর্শিদাবাদে রাহুল গান্ধীর সংসদ সদস্যের পদ খারিজ করার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেস যুব নেতৃত্ব। শনিবার বহরমপুর শহরে তারা একটি বিক্ষোভ মিছিল করে।মিছিলটি গোটা শহর পরিক্রমা করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়ে। যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় ভারতে তার জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর এতেই ভীত হয়ে উঠেছেন মোদি। তাই তার সাংসদ পদ খারিজ করার অপচেষ্টা করেছেন। এর বিরুদ্ধে গোটা দেশের সঙ্গে এই জেলাতেও যুব কংগ্রেস পথে নেমেছে। এই ঘটনার জন্য তারা নরেন্দ্র মোদিকে ধিক্কার জানিয়েছেন।