Reported By : Masud Rana
২৫ শে মার্চ , শনিবার , সাগরপাড়া থানার জামালপুর শ্মশান সংলগ্ন বর্ডার এলাকা থেকে হারান শেখ (বাড়ি চরকাকমারি) নামক একজনকে নিষিদ্ধ মাদক 436 বোতল ফেনসিডিল সমেত আটক করা হয়। গতকাল গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। আজ ওই ব্যক্তিকে বহরমপুর আদালতে তোলা হয় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।