আগামী ২৯শে মার্চ কোলকাতার ধর্মতলায় শহীদ মিনার পাদদেশে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশকে সাফল্য মন্ডিত করতে আজ সোমবার দুপুরে জলঙ্গী নরসিংহপুর বাজার এলাকায় গোদাগাড়ী পিটিটিআই কলেজ প্রাঙ্গণে প্রস্তুতি সভার আয়োজন হল। এই কর্মসূচিতে আগামী ২৯ শে মার্চের সমাবেশ নিয়ে বিশেষ আলোচনা হয়। এছাড়াও জলঙ্গী ব্লক থেকে রেকর্ড সংখ্যক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কোলকাতায় নিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকিবুল ইসলাম রকি। এছাড়াও ব্লকের অন্যান্য যুব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।