Reported By:- Binoy Roy
ভগবানগোলা থানার কান্তনগর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এক মহিলা বাঁশ বাগানের মধ্যে দিয়ে হেটে আসছিলেন, তখনই তিনি দেখতে পান সেই বোমা গুলি। ওই মহিলা স্থানীয়দের খবর দিলে তারা ভগবানগোলা থানায় খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। এখনো পর্যন্ত বাঁশ বাগান থেকে ৬ টি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে এবং আরো বোমা উদ্ধারের আশঙ্কা রয়েছে।
বোম স্কোয়াড কে খবর দেয়া হয়েছে।