Reported By : Binay Roy
৩১ শে মার্চ ,শুক্রবার , সুতির গোঠা এ আর হাই স্কুলে বেনিয়ম ভাবে শিক্ষক নিয়োগের তদন্তের ভার সি আই ডি এর ওপরে। এর আগেও জিজ্ঞাসাবাদ করার পরে আজ তদন্তের স্বার্থে মুর্শিদাবাদ জেলার স্কুল পরিদর্শকের অফিসে (ডিআই) অফিসে হানা দেয় সিআইডির প্রতিনিধি দল। ডিএসপি সিআইডি শিমুল সরকারের নেতৃত্বে ডিআই সহ অফিসের পাঁচ কর্মীকে বহরমপুর সিআইডি অফিসে নিয়ে যাওয়া হল। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে। ওদিকে কলকাতাতেও যেমন প্রাক্তন ডি আই এর জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি মুর্শিদাবাদ এর সিআইডি অফিসেও এই জিজ্ঞাসাবাদ চলবে বলে জানালেন আধিকারিক শিমুল সরকার।