Reported By : News Desk
কোলকাতা (২ এপ্রিল '২৩):- আজ অপরাহ্নে পশ্চিমবঙ্গ সরকারের কো-অপারেশন বিভাগের মন্ত্রী অরূপ রায়, ফাদার ডেভিস এসডিবি, ফাদার মণি ম্যানুয়াল সমাজকর্মী সীমা ভৌমিক সহ একাধিক শিল্প ও চিত্র প্রেমী মানুষের উপস্থিতিতে আইসিসিআর-এর যামিনী রায় আর্ট গ্যালারিতে শুরু হল চিত্রকর দিবাকর চক্রবর্তী-র ৩১ তম চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৪ এপ্রিল পর্যন্ত।