Reported By : Binay Roy
৫ ই এপ্রিল , বুধবার, বহরমপুরে পালন করা হল হনুমান জয়ন্তী। প্রতি বছরই এই উৎসব পালন করেন মাড়োয়ারী সম্প্রদায়ের মানুষেরা। একই সঙ্গে মহাবীর জয়ন্তীও পালন করা হল এবারে। গত ৬০ বছর ধরে এই উৎসব পালন করছেন মাড়োয়ারীরা। হনুমান জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার একটি শোভাযাত্রাও বের করা হয়। শোভাযাত্রাটি কাশিমবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে চুনাখালি নিমতলায় শেষ হয়। হনুমান জয়ন্তী কমিটির পক্ষ থেকে এই উৎসব পালন করা হয়। পুজো করার পাশাপাশি নানা সেবামূলক কাজও করে থাকেন ওই কমিটির সদস্যরা। আর ওই উৎসবে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।