Reported By : Binay Roy
৫ ই এপ্রিল , বুধবার, বহরমপুরে দীর্ঘ আন্দোলনের পরেও সমস্যার কোনো সমাধান মেলেনি বি এস এন এল সংস্থার ঠিকা কর্মচারীদের। অবিলম্বে তাদের সমস্যার সমাধান করা হোক এই দাবি তুলে বুধবার থেকে বহরমপুর শহরের সংস্থার কার্যালয়ের সদর দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন সংস্থার সদস্যরা।
কার্যালয়ে এদিন কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
এদিন বহরমপুরে বি এস এন এল দপ্তরের সামনে জমায়েত করেন সংস্থার ভুক্তভোগী কর্মচারীরা। তাদের দাবি, কর্মী ছাঁটাই, কর্মচারীদের বেতন কমিয়ে দেওয়া সহ বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে সংস্থার কর্মচারীদের। বারবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সমাধান না মেলায় তারা আন্দোলনের পথে নেমেছেন। যতদিন তারা সমস্যার সমাধান না পাবেন ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।