Reported By : Masud Rana
৫ ই এপ্রিল , বুধবার, রানীনগরে পাচারের আগেই ফেনসিডিল সহ গ্রেফতার এক বাংলাদেশী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগর থানার বধুরপাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক যুবককে সন্দেহভাজন বলে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৬১ বোতল ফেনসিডিল। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম জীনারুল, তার বাড়ি বাংলাদেশের দামকুড়া থানার চর মাঝারদেয়ার হারু মন্ডলপাড়া এলাকায়। ধৃত ওই ব্যক্তিকে বুধবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে, তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলই বা কি করে। তা নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ।