রামনবামীর দিন হাওড়ায় ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামল বজরং দলের সদস্যরা। বুধবার বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে স্লোগান সহ প্রতিবাদ জানানো হয়। পরে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা শাসকের মাধ্যমে তারা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাদের আবেদন পৌঁছে দিতে চান বলে তারা জানিয়েছেন।