Reported By : Masud Rana
৫ ই এপ্রিল , বুধবার, জলঙ্গীর সাগরপাড়া থানার খয়রামারী এলাকায় তৃণমূলের দপক্ষের মধ্যে মারামারিতে জখম তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের খয়রামারী গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক মন্ডলকে মারধরের অভিযোগ উঠল জলঙ্গী উত্তর ব্লক যুব তৃণমূলের সহসভাপতি গোলাম মোস্তফা পিন্টুর বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক মন্ডলকে পঞ্চায়েত অফিসে ঢোকার সময় বেধড়ক ভাবে লাঠি,লোহার রড,পিস্তলের বাট দিয়ে মারধরের করা হয় বলে অভিযোগ উঠল। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মোজাম্মেল হক মন্ডল বলেন, টেন্ডার পাস হওয়ার পর আশল কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে যায়,সেই সময় যুব তৃণমূলের সহসভাপতি গোলাম মোস্তফা পিন্টুর লোকজন আমার ওপর হামলা চালায়। আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনার পর সাগরপাড়া থানায় মোট চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত জলঙ্গী উত্তর ব্লক যুব তৃণমূলের সহসভাপতি গোলাম মোস্তফা পিন্টু দাবি করেন, মারামারির কোন ঘটনা ঘটেনি। মারার অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। পঞ্চায়েতের মধ্যে কোন মারামারি হয়নি। সামান্য তর্কাতর্কি হয়েছে। উল্টে ওরাই আমাদের দুজনকে বেধড়কভাবে মারধর করেছে। তারা জখম হলে তাদের সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।