Reported By : News Desk ৬ ই এপ্রিল , বৃহস্পতিবার, কলকাতায় প্রথম পেন উৎসবের সূচনা হয় গত বছর। এবারে দ্বিতীয় বছরে পদার্পণ করলো এই পেন উৎসব। এই অভিনব পেন উৎসবের আয়োজক কিশলয় ইভেন্টস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং সহযোগিতায় আছে পেন ক্লাব।
উক্ত উৎসবটি অনুষ্ঠিত হবে ১৪,১৫ এবং ১৬ই এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন(ICCR) এ।
এই উৎসবের মূল উদ্দেশ্য ফাউন্টেন কলমের প্রতি ভালোবাসা জাগানো । ভবিষ্যতে যাতে আমাদের প্রিয় ঝর্না কলমের বিলুপ্তি না ঘটে সেই জন্য এই অভিনব উদ্যোগ। কলকাতাতে প্রথমবার এই উদ্যোগ নিয়েছে কিশলয় ইভেন্টস অ্যাডভার্টাইজমেন্ট।