‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে তিন নায়িকার নাচ !

‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে তিন নায়িকার নাচ !

Reported By:- SUBHAM ROY

‘ডান্স বাংলা ডান্স’ ধাক্কা খেয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)সঞ্চালিত ‘দিদি নং ওয়ান’-এর কাছে। জি বাংলার এই জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের প্রথম দিকে বিচারকের আসনে মৌনি রায় (Mouni Roy)-কে দেখা গেলেও পরবর্তীকালে এন্টারটেইনারস ট‍্যুর ও মুম্বইয়ে একগুচ্ছ কাজের কমিটমেন্ট নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফলে তাঁর পরিবর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে বসানো হয় পুজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)-কে। এছাড়াও বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। শুভশ্রী ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে নেচে প্রায়ই সমালোচিত হন। তবে তাঁর অনুরাগীদের একাংশ তাঁর সমর্থনে নেটিজেনদের বিরোধিতা করেন। সম্প্রতি আবারও ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে হিন্দি ফিল্ম ‘মিমি’-র গান ‘পরম সুন্দরী’-র সাথে নাচতে দেখা গেল তাঁকে। শুভশ্রীর পরনে ছিল হালকা পিচ রঙের ফ্লোরাল প্রিন্টেড গাউন ও গলায় সোনালি রঙের নেকপিস। তাঁর সাথে নেচেছেন শ্রাবন্তী ও পুজা। পুজার পরনে ছিল হালকা গোলাপি রঙের লেহেঙ্গা-চোলি। শ্রাবন্তী পরেছিলেন সাদা-কালো স্ট্রাইপড শাড়ি ও কালো রঙের স্লিভলেস ব্লাউজ। নায়িকাদের সাথে পা মেলানোর সুযোগ ছাড়েননি অঙ্কুশ (Ankush Hazra)-ও। ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালক অঙ্কুশের পরনে ছিল হালকা নীল রঙের সিকুইনড জ্যাকেট ও কালো রঙের সিকুইনড ট্রাউজার।

Leave a Reply

error: Content is protected !!