Reported By:- Subham Roy
টলিউড থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই বেশ পরিচিত মুখ হলেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। বাংলার ছোট্ট শহর কোচবিহার থেকে উঠে গিয়ে এখন টিনসেল নগরী মুম্বইয়ে সুখ্যাতি অর্জন করেছেন এই অভিনেত্রী। অভিনয় দিয়ে মন জয় করেছেন ভক্তদের। তবে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টাইলিংয়ের জন্যও বহুল পরিচিত মৌনি। তার অমলিন সৌন্দর্য এবং ‘টোনড ফিগার’ বরাবর নজর কাড়ে তার ভক্তদের। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। তাই প্রায়ই সেখানে তার দেখা মেলে নানা রূপ ও অবতারে। কখনো তিনি ট্র্যাডিশনাল শাড়িতে দেখা দিয়ে ঘুম কাড়েন ভক্তদের, আবার বিকিনি ও মনোকিনিতে সাহসী লুকে লেন্সবন্দি হয়েও ‘সেনসেশন’ তৈরি করেন নেট দুনিয়ায়।
আর এবার প্রাক-গ্রীস্মেই রূপের আগুনে সামাজিক মাধ্যমের উত্তাপ বাড়িয়ে দিলেন বি-টাউনের এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তার এই ছবি দেখেই হুঁশ হারালেন তার অনুরাগীরা। এই ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে গোলাপি ও সিলভার রংয়ের ঝলমলে সরু ফিতের ডিপনেক থাই-স্লিট গাউনে। পোশাকের ফাঁকে কখনো দৃশ্যমান হয়েছে তার সুডৌল বক্ষবিভাজিকা, কখনো উন্মুক্ত হয়েছে তার ফর্সা উরু, কখনো আবার দেখা গেছে নিটোল পৃষ্ঠদেশ। নিউড মেকআপের সঙ্গে নিউড লিপস্টিক ও খোলা চুলের কম্বিনেশনে আরো বেশি করে প্রস্ফুটিত হয়েছে তার সৌন্দর্য।