Reported By:- Binoy Roy
গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার জিতারপুর মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় হরিহরপাড়া থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে হরিহারপাড়া থানার পুলিশ। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা কি কারনে বোমা গুলি মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।