‘মন ফাগুন’-এর পিহু খোলামেলা অবতারে ভক্তদের সামনে ধরা দিলেন !

‘মন ফাগুন’-এর পিহু খোলামেলা অবতারে ভক্তদের সামনে ধরা দিলেন !

Reported By:- Subham Roy

দিন দিন বাংলা টেলিভিশন দুনিয়ায় নায়িকারা বিপুল জনপ্রিয়তা লাভ করে আসছেন। আর ছোট পর্দায় অভিনয় করেই দর্বকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী সৃজলা গুহ (Srijala Guha)। তার সাবলীল অভিনয় মন জয় করেছে দর্শকদের। বিশেষ করে ‘মন ফাগুন’ ধারাবাহিকে পিহু-র চরিত্রে তার অভিনয় তাকে জায়গা কিরে দিয়েছে ভক্তদের মনে। ইতিমধ্যে একাধিক ধারাবাহিকে অভিনয় করে চর্চায় এসেছে এই অভিনেত্রীর নাম।

তবে শুধু অভিনয় নয়, এই অভিনেত্রী একাধিক প্রতিভার অধিকারিণী। কাজের ফাঁকে সময় পেলে কবিতা লিখতে ভালোবাসেন তিনি। এছাড়াও নাচে তার আগ্রহ রয়েছে ছোটবেলা থেকেই। আর এসবের পাশাপাশি ফ্যাশন ও মডেলিং করতেও বেশ পছন্দ করেন তিনি। তাই সামাজিক মাধ্যমে তার সক্রিয়তা লক্ষ্যনীয়। প্রায়ই সেখানে তাকে দেখা যায় নানা অবতারে। কখনো যেমন নিজেকে ট্র্যাডিশনাল সাজে সাজিয়ে ভক্তদের সামনে মেলে ধরেন, তেমনই আবার স্বল্পবসনা হয়ে সাহসী লুকেও দেখা যায় তাকে।

Leave a Reply

error: Content is protected !!