নববর্ষে প্রভাতফেরির আয়োজন বেলঘড়িয়া ক্লাব সমন্বয় সমিতি

নববর্ষে প্রভাতফেরির আয়োজন বেলঘড়িয়া ক্লাব সমন্বয় সমিতি

Reported By:- News Desk

আজ বাংলার নতুন বছর ১৪৩০ সালের প্রথম দিন। এদিন সকালে বেলঘড়িয়া ক্লাব সমন্বয় সমিমির উদ্যোগে আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে সকাল বেলা এক সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলঘড়িয়া ক্লাব সমন্বয় সমিতির সাধারন সম্পাদক (কামারহাটি প্রাক্তন বিধায়ক) মানস মুখার্জী । এদিন সমগ্র স্থানীয় এলাকা পরিক্রমা করে এই প্রভাত ফেরী। মানস বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এদিন পরাতন কে বিদায় দিয়ে নতুনকে পাথেয় করে চলার দিন । তাইতো আজ কামারহাটী বেলঘড়িয়ার মানুষ প্রভাত ফেরীতে উপস্থিত হয়ে নতুন কে স্বাগত জানাচ্ছে। তিনি বলেন বাংলার মণিষীদের আদর্শ নিয়ে ১৯৯১ এই সংগঠন গঠিত হয় । যা আজও বেলঘড়িয়া কামারহাটীর বুকে এক উল্লেখযোগ্য প্রতিষ্টানে পরিনত হয়েছে। এছাড়া তিনি আরো বলেন বর্তমানে ক্লাবগুলি যেভাবে রাজনৈতিক আখড়া হয়ে উঠেছে তা বর্তমানে ঠিক না ।এদিন প্রভাতফেরীতে এলাকাবাসির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

error: Content is protected !!