“দেব”- কে নিশানা করলেন “প্রসেনজিৎ” !

“দেব”- কে নিশানা করলেন “প্রসেনজিৎ” !

Reported By:- Subham Roy

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) মানেই হয়তো একটি আস্ত ইন্ডাস্ট্রি নয়, কিন্তু ইন্ডাস্ট্রির সিংহভাগ। মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) পরবর্তী সময়ে প্রসেনজিৎ-এর হাত ধরেই মূলতঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাটিয়ে উঠেছিল খরা। কূশীলবদের ঘরে চড়েছিল অন্নের হাঁড়ি। ধীরে ধীরে বাংলার গন্ডি কাটিয়ে প্রসেনজিৎ পাড়ি দিয়েছেন মুম্বই। অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘জুবিলি’-তে তাঁর অভিনয় আবারও নজরকাড়া। কিন্তু বাংলার বুকে বিগত কয়েক বছর ধরে প্রসেনজিৎ-এর মতো অভিনেতার ঝুলিতেও নেই হিট ফিল্ম। ফিল্মের চিত্রনাট্য ভালো হলেও তা বক্স অফিসে ব্যবসা করতে পারছে না। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং প্রসেনজিৎ। দীর্ঘ তের বছর পর বলিউডে দেখা গিয়েছে তাঁকে। পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত ফিল্ম ‘শেষ পাতা’। অতনু ঘোষ (Atanu Ghosh)-এর পরিচালনায় তৈরি হয়েছে ‘শেষ পাতা’। এই ফিল্মে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম বাল্মিকী। লেখাই তার ধ্যানজ্ঞান। কিন্তু তার মানসিকতা বাঁধা অন্য তারে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বাল্মিকীর চরিত্রে প্রসেনজিৎ-এর লুক। কাঁচা-পাকা চুলের মধ্য দিয়ে উঁকি মারছে টাক। সাদা দাড়ি গোটা মুখে। চোখে মোটা ফ্রেমের চশমা। এতদিন এবং সাম্প্রতিক কালে স্টাইলিশ চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ মনে করেন, ‘জুবিলি’-র শ্রীকান্ত রায় ও ‘শেষ পাতা’-র বাল্মিকী, দুজনেই শিল্পী। অনেকটা ‘মনের মানুষ’ ও ‘অটোগ্রাফ’-এর মতো। একটি চরিত্র ত্যাগী, অপরটি ভোগী।

Leave a Reply

error: Content is protected !!