Reported By : News Desk
১৭ ই এপ্রিল , সোমবার, সুভাষগ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল ইফতার ও বস্ত্র বিতরণ। আর কদিন পরে খুশির ঈদ। আর সেই উপলক্ষ্যে এদিন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী মৈত্রের উদ্যোগে ও একুশ নং ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকারের সহযোগিতায় ইফতার ও ওয়ার্ডের আজাদ নগর এলাকার মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। এই অনুষ্ঠানে পৌরপিতা মিলন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন রাজপুর টাউনের সভাপতি শিবনাথ ঘোষ, রাজপুর টাউন ছাত্রপরিষদ সভাপতি প্রীতম ভট্টাচার্য্য, একুশ নং ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায় ও ঐ ওয়ার্ডের সম্পাদক মহঃ ওয়াসীম।