Reported By : Binay Roy
১৭ ই এপ্রিল , সোমবার, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। চাকরি নিয়োগ দুর্নীতি কান্ডে টানা ৬৫ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা । সোমবার ভোর ৫টা নাগাদ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত আড়াইটা নাগাদ সিবিআই আধিকারিকদের নেতৃত্বে একটি কনভয় এসে পৌঁছায় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এবং তারপরেই সোমবার ভোর 5 টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয়। দুর্গাপুর সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্রের হিসেব অনুসারে নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে, চাকরি প্রার্থীদের মাথা পিছু ৬ থেকে ১৫ লক্ষ টাকা করে নিয়েছেন তিনি। দুর্গাপুর সিবিআই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে নিয়ে যাওয়া হবে কোলকাতায়।