Reported By : তুষার কান্তি খাঁ
১৭ ই এপ্রিল , সোমবার, পাঁচগ্রামে সি পি আই (এম) র ধিক্কার মিছিল। উত্তরকন্যা অভিযানে ডি ওয়াই এফ আই এর নেতৃত্বের ওপর বর্বরোচিত পুলিশি আক্রমণের প্রতিবাদে এবং জেলা জুড়ে বিধায়কদের দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকার প্রতিবাদ জানিয়ে রবিবার ধিক্কার মিছিল করলো সিপিআই(এম) পাঁচগ্রাম এরিয়া কমিটি। মিছিল পার্টি অফিস থেকে শুরু হয়ে পাঁচগ্রাম দক্ষিণ মোড়, পাঁচগ্রাম বাজার ঘুরে শেষ হয় এরিয়া কমিটির অফিসে। সেখানে উপস্থিত ছিলেন পার্টি নেতা সমর কুমার প্রামাণিক, শ্যামল ঘোষ , ভরত ঘোষ সহ আরো অনেকে।