“মধুমিতা” এত গরমের মধ্যেও নিজের যৌবন দেখিয়ে উষ্ণতা বাড়ালেন !

“মধুমিতা” এত গরমের মধ্যেও নিজের যৌবন দেখিয়ে উষ্ণতা বাড়ালেন !

Reported By:- News Desk

সম্প্রতি একটি ফটোশুট করেছেন মধুমিতা সরকার। যেখানে দেখা যাচ্ছে, ঘন নীল রঙের শাড়িতে সেজে উঠেছেন তিনি। শাড়ি কাঁধের উপরে সরু করে প্লেট করা আর তার সঙ্গে পরেছেন, মানানসই জাঙ্ক জুয়েলারি। বরাবরই সাজগোজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মধুমিতা, তার প্রতিটি ছবি দেখেই বোঝা যায় শুধুমাত্র পোশাক নয় সাজেও তিনি বেশ পটু, সব কিছু পারফেক্ট করতে ভালোবাসেন।

Leave a Reply

error: Content is protected !!