Reported By:- Subham Roy
বাংলার ঋতুচক্রে যতই ছয়টি ঋতু থাকুক না কেন, বাংলা সিনেমার ঋতুচক্র কিন্তু একটি মাত্র ঋতুই বহু দিন ধরে বিরাজমান হয়ে রয়েছেন তার জায়গা নিতে পারবেন এমন কোন অভিনেত্রী বোধহয় এখনো ইন্ডাস্ট্রিতে আসেননি। বাংলা সিনেমায় প্রথম সারির নায়িকার মধ্যে এখনো ঋতুপর্ণা সেনগুপ্তের নাম একেবারে নক্ষত্রের মতন জ্বলজ্বল করে। অভিনয় জগতে পা রেখেছিলেন প্রভাত রায়ের ‘শ্বেত পাথরের থালা’য় বন্দনার পুত্রবধূর তিতলির চরিত্রে।