বহরমপুরে ঈদগাহ ময়দানে বাস স্ট্যান্ড তৈরি হওয়ায় ক্ষোভ মুসলিম সম্প্রদায় মানুষের

বহরমপুরে ঈদগাহ ময়দানে বাস স্ট্যান্ড তৈরি হওয়ায় ক্ষোভ মুসলিম সম্প্রদায় মানুষের

Reported By : Binay Roy
২২ শে এপ্রিল, শনিবার, বহরমপুরে ঈদগাহ ময়দানে বাস স্ট্যান্ড তৈরি হওয়ায় ক্ষোভ মুসলিম সম্প্রদায় মানুষের। প্রতি বছরের মত শনিবারেও বহরমপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গির্জার মোড় সংলগ্ন এলাকায় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে আসে এলাকার মুসলিম সম্প্রদায় মানুষজন। এদিন নামাজ শেষে তোরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন। এই ঈদগাহ ময়দানটি ছিল শিশুদের পার্ক। প্রতি বছর ঈদের নামাজ এখানেই তারা পড়তে আসে। বেশ কিছুদিন ধরে ঈদগাহ ময়দানে তৈরি হয়েছে সাউথ বেঙ্গল সরকারি বাস স্ট্যান্ড। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে মুসলিম সম্প্রদায় মানুষের মধ্যে। তারা বলেন তৃণমূল সরকার মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে। গত ৫০ বছর ধরে তারা এখানে নামাজ পড়ে। এই নিয়ে তারা সরকারের কাছে লিখিত আবেদন জমা করেছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

Leave a Reply

error: Content is protected !!