Reported By : Binay Roy
২৫ শে এপ্রিল, মঙ্গলবার, বহরমপুর গির্জার মোড় এলাকায় আয়োজন করা হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে কুড়ি জন সিভিক ভলেন্টিয়ারকে টিশার্ট, সানগ্লাস ও ক্যাপ দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে পুলিশ সুপার সুরিন্দর সিং জানান, এর আগেও প্রচন্ড গরমে সিভিক ভলেন্টিয়ারদের ছাতা দেওয়া হয়েছে কারণ তারাই গ্রাউন্ড থেকে কাজ করেন। এছাড়াও সাধারনের উদ্দেশ্যে পুলিশ আধিকারিক সচেতন ভাবে রাস্তায় চলাফেরা করার বার্তা দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।