মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Reported By : News Desk
৫ ই মে, শুক্রবার, মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী, সর্বাহারাদের হাতে তুলে দেন পাট্টা। মালদা সফর করে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিদর্শন করার পর যাদের ভাঙ্গনে বাড়ি তলিয়ে গিয়ে সর্বহারা হয়েছে তাদের হাতে পাট্টা তুলে দেন। সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকাগুলি হল ধানগড়া, শিবপুর, হিরানন্দপুর, ধুসুরিপাড়া, সাতঘরিয়া, মহেশতলা, ডিক্সোমোড়, চাচন্ড সহ একাধিক জায়গা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমা সরকার, সুজিত সরকার,ছন্দা সরকার , দীপ চাঁদ সরকার, বিপ্লব সরকার, বিকাশ সরকার, প্রবাল সরকার রাহুল সরকার, মহাদেব সরকার, মাধব সরকার, রাজু সরকার, দিপালী সরকার সহ বেশ কিছু গৃহহীন মানুষের হাতে তিনি নিজে পাট্টা তুলে দিলেন। তিনি বলেন গঙ্গা ভাঙন রোধে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি এও বলেন যে নদীর পাড় সংলগ্ন ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে কোন ঘরবাড়ি করা চলবে না। মুখ্যমন্ত্রী আজ গঙ্গা ভাঙ্গন দেখতে গিয়ে বলেন ১৫ বছর আগে যারা গঙ্গা দেখেছেন গঙ্গা অনেকটা দূরে ছিল এখন অনেকটাই কাছে চলে এসেছে। তিনি বলেন টেন্ডার করার সময় যে ঠিকাদাররা কাজের দায়িত্ব নেবেন তাদেরকে কুড়ি বছরের জন্য সেই কাজের দায়িত্ব নিতে হবে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি একরাশ খুব উপড়ে দেন ট্যাক্স আদায়, জিএসটি করাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪০ লক্ষ মানুষকে কাজ দেওয়া হয়েছে। এক লক্ষ গ্রামীণ রাস্তা তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। ওবিসি ছাত্রদের স্কলারশিপ ও ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য ৩০ লক্ষ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে স্কলারশিপ বাবদ দেওয়া হয়েছে। গঙ্গা ফারাক্কা ব্যারেজের ড্রেসিং না হওয়ায় এতটা সমস্যা তৈরী হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!