Skip to content
স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গের ১৭ টা জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় এই স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
“গ্লোবাল সোতোকান ক্যারাটে ডু – আসোসিয়েশন অফ মুর্শিদাবাদের” উদ্যোগে ও সম্পাদক মহাতাব শেখের পরিচালনায় ডোমকল পুরাতন বি, ডি, ও মোড়ের পার্শে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরের ২৫,২৬ এই দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমকল এস,ডি,পি,ও ফারুক মোহাম্মদ চৌধুরী,মুর্শিদাবাদ জেলা পরিষদ দলনেতা তজিমদ্দিন খান,মুর্শিদাবাদ ক্যারাটে আসোসিয়েশনের সভাপতি সৈকত দাস ও বিশিষ্ট সমাজসেবিক খন্দকার ওমর ফারুক ।

Leave a Reply

error: Content is protected !!