তৃনমূলের নবজোয়ার কর্মসূচির চতুর্থ দিনের যাত্রা কান্দি মহকুমা। গাড়ীর মাথায় বসে জিবন্তী থেকে কান্দি সফর করছিলেন অভিষেক। সেই সময় অভিষেকের গাড়ী অনেকটা দূরে থাকলেও সিকিউরিটি টিম রীতিমত ধস্তাধস্তি করে সাংবাদিকদের সাথে। ছবি তুলতে বাঁধা দেয় এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সাংবাদিকদের। বচসা শুরু হয় উভয় পক্ষের।