Reported By : তুষার কান্তি খাঁ
৮ ই মে, সোমবার, বহরমপুরে বিশ্ব রেডক্রস দিবসে ১৬১ তম বিশ্ব রেডক্রস দিবস পালন করল ভারতীয় রেডক্রস সোসাইটি মুর্শিদাবাদ জেলা শাখা বহরমপুর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের হল ঘরে। সহযোগিতায় ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। জন হেনরি দুনান্তের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে' মৃত্যু বিষয়ক ভাবনা' নিয়ে আলোচনা "করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল সাহা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন 'সব পেয়েছির আসরের 'সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জগন্ময় চক্রবর্তী, ছবিরঞ্জন মজুমদার ও শ্যামল সাহা সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন ডক্টর ইন্দ্রনাথ চ্যাটার্জী।