Reported By : News Desk
৯ ই মে, মঙ্গলবার, সুভাষগ্রামে নাগরিক বৃন্দ ও পৌরপিতার উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিবস আর সেই উপলক্ষ্যে সুভাষগ্রামের একুশ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দও স্থানীয় পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রায় পা মেলান পৌরপিতা মিলন সরকার ও একুশ নম্বর ওয়ার্ডের সকল সুধী নাগরিকবৃন্দ এবং ঐ ওয়ার্ডের সকল স্কুল ছাত্রছাত্রীরা। শোভাযাত্রাটি সুভাষগ্রাম রেল ময়দান থেকে শুরু হয়ে সারা ওয়ার্ড প্রদক্ষিন করে নবতারা বিদ্যালয়ের সামনে শেষ হয়।