রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে ' রবীন্দ্র স্মরণ ' অনুষ্ঠানের সূচনা হয়। রবীন্দ্রনাথের সৃষ্ট কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, পরিবেশিত হয়।ছিল আলোচনাচক্র। রবীন্দ্রনাথের জীবনী, তাঁর সৃষ্টি, তাঁর কর্মজীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন সমরেন্দ্র নাথ মল্লিক, গৌতম চক্রবর্তী, নমিতা ধাড়া শীল,দীপক পাল, ' রবীন্দ্র স্মরণ ' অনুষ্ঠানের মূল আহ্বায়ক অপর্ণা রায় ও সমাপ্তি রায়।