Reported By:- MASUD RANA
জমির মালিকানা নিয়ে বিবাদ,suci পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কয়েকজন ব্যক্তি দের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রাণীনগর এলাকায় SUCI এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় মঙ্গলবার গভীর রাতে ওই পার্টি অফিস ভাঙচুর করে এছড়াও দলীয় পতাকা ও ছিঁড়ে ফেলা হয়। মূলত পার্টি অফিস যে জমিতে রয়েছে তার মালিকানা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা। পার্টি অফিসের কর্মকর্তা দের দাবি যে জমিতে পার্টি অফিস রয়েছে তা সম্পূর্ন আইনি জমিতে ও তার যাবতীয় নথি তাদের কাছে রয়েছে। এ প্রসঙ্গে তারা একটি লিখিত অভিযোগ রাণীনগর থানার কাছে জানিয়েছেন।
ওই ঘটনার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ। যদিও অভিযুক্ত দের তরফ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এই বিষয়ে।