Reported By:- Masud rana
দীর্ঘ দিনের মানুষের দাবীকে মান্যতা দিয়ে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের চোয়াপাড়া | সাহেবরামপুর চাঁদের পাড়ায় প্রায় ছয়শো মিটার ঢালায় রাস্তা ২২ লক্ষ এর বেশি টাকার ব্যায়ে ঢালায় রাস্তার কাজের সূচনা করলেন ফিতে কেঁটে তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক সহ জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ব্লক তৃণমূলের কনভেনার সহ অঞ্চল সভাপতির উপস্থিতে,জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তার কাজ শুরু হয়।পঞ্চায়েত নির্বাচনের আগে ঢালায় রাস্তা পেয়ে খুবই এলাকার মানুষ বলে জানান বিধায়ক আব্দুর রাজ্জাক, তিনি আরো বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রায় রাস্তার কাজ শেষ করা হবে, এবং সাধারণ মানুষের চলাফেরার উপযোগী করে দেওয়া হবে।