গত সপ্তাহে রাজ্যে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর কবলে পড়েছেন একাধিক মানুষ। এমত অবস্থায় এবার সাধারন মানুষদের সচেতন করতে উদ্যোগ নিলেও বিদ্যুৎ সরবরাহ বিভাগ। মঙ্গলবার বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ দপ্তরের তরফ থেকে মাইকিং করে প্রচার করা হচ্ছে মানুষকে সচেতন থাকার জন্য। এই বিষয়ে তাঁরা সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি কোথাও কোনো রকম বিদ্যুতের তার ছেড়া অবস্থায় অথবা বিদ্যুৎ সংক্রান্ত কোন অনিয়ম দেখলে টোল-ফ্রী নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছেন। নিজে থেকে বিদ্যুৎ তারে হাত দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে তারা যে টোল ফ্রি নম্বর টি দিয়েছেন সেটি হল ১৯১২১