Reported By:- অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া
গত সপ্তাহের হামলার প্রতিবাদে গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ২ এরিয়া কমিটির খালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল।
গণসঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ সভার সূচনা হয়। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আমতা ২ এরিয়া কমিটির সম্পাদক কমঃ সেখ মিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন পার্টির নেতা কমঃ সন্তোষ অধিকারী, রাজ্য কমিটির সদস্য কমঃ শ্রীদীপ ভট্টাচার্য,সি পি এম পার্টির জেলা সম্পাদক কমঃ দিলীপ ঘোষ, বিশিষ্ট আইনজীবী কমঃ সব্যসাচী চ্যাটার্জী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ সুজন চক্রবর্তী।
উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কমঃ পরেশ পাল,আমতা বিধান সভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, শহীদ ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান,কমঃ দুর্গাদাস হাজরা । এছাড়াও উপস্থিত ছিলেন আমতা বিধান সভার বিভিন্ন এলাকার পার্টি নেতৃত্ববৃন্দ ও অগণিত কর্মী- সমর্থকবৃন্দ।