মঙ্গলবার সকালে বহরমপুর থানার শিয়ালমারা এলাকার ঘটনা। দুর্ঘটনার পর দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় মানুষজনের অভিযোগ- জনবহুল ওই এলাকার রাস্তায় গাড়ির গতি অতিরিক্ত থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কালীন ওই দুই শিশুকে সজোরে ধাক্কা মেরে প্রথমত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক লরিটি। যদিও স্থানীয়দের তৎপরতায় ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বহরমপুর থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- ওই এলাকায় পুলিশের তোলাবাজির কারণে প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবে মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। ঘটনায় মৃত দুই শিশু ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।