বর্তমান পরিস্থিতিতে বিগত কয়েক মাস ধরে এই জেলায় বৃষ্টি নেই ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন গ্রাম বাংলার মানুষ। অনাবৃষ্টি খরা কারণে আল্লাহর কাছে জল চেয়ে ইস্তেগফার নামাজ পড়লেন জলঙ্গির ব্লক এলাকার বাসিন্দারা। জলঙ্গির কইমারীর বিলে নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জলঙ্গির জোতছিদাম, সাদিখারদেয়ার , কীর্তনীয়াপাড়া ঝাউদিয়ার মতো একাধিক স্থানের মানুষজন এই নামাজে অংশগ্রহণ করেন। অনাবৃষ্টির কারণে মাঠের সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি কাজে অনেক সমস্যা সাধারণ মানুষের। মূলত সেই কারণেই আল্লাহর কাছে জল চেয়ে ইস্তেগফার নামাজ আদায় করেন । পাশাপাশি আল্লাহর কাছে সমস্ত পাপের ক্ষমা চেয়ে দুআ করে ফসল বাঁচানোর জন্য জলের আবেদন করেন উপস্থিত সকল নামাজীরা। পুরো বিষয় নিয়ে কি বললেন শুনবো।